ছাগলনাইয়ার শুভপুরে বালু খেকোদের থামানো যাচ্ছেনা
- Updated Sep 27 2023
- / 184 Read
প্রশাসনের হানা ॥ ৫ লাখ টাকা জরিমানা
প্রশাসনের অভিযানকে ‘লোক দেখানো’ বলছে স্থানীয়রা
বিশেষ প্রতিনিধি:
ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে প্রভাবশালী জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ-পরোক্ষ মদদে বালু উত্তোলন থামছেনা। অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীতে ভয়াবহ ভাঙ্গন সৃষ্টি হচ্ছে। এর আগে থেকেই বালু কারবারীদের বেপরোয়া কার্যক্রমে ক্ষতিগ্রস্থ হয় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শুভপুর ব্রীজ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে। তবে সাধারণ মানুষ বলছে, বালু উত্তোলনের কাজে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রভাবশালী জনপ্রতিনিধি জড়িত থাকায় প্রশাসনের পক্ষ থেকে নাম মাত্র অভিযান চালানো হচ্ছে। কিন্তু কার্যত লোক দেখানো এসব বালু কান্ড বন্ধে প্রশাসন থেকে স্থায়ী কোন ব্যাবস্থা নেয়া হচ্ছেনা। দীর্ঘদিন যাবত ইজারা ছাড়া অবৈধ স্থান থেকে বালু উত্তোলন করায় আশপাশের মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্থ হলেও ভয়ে কেউ মুখ খুলছেনা। এমতাবস্থায় স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ দাবী করেছেন ক্ষতিগ্রস্থ নদী পাড়ের মানুষ।
এদিকে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় মঙ্গলবার দুপুর থেকে শুভপুর ইউনিয়নের জয় চাঁদপুর এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি নেতৃত্ব দেন।
এদিকে স্থানীয়দের দাবি, শুভপুর থেকে প্রতিদিন লাখ লাখ টাকার বালু তোলা হয়। প্রশাসনের নাকের ডগায় এসব বালুর স্তুপ করে রাখা হলেও সবাই যেন ম্যানেজ অবস্থায় রয়েছে। বালু উত্তোলনের কারণে আশপাশের জমিতে ফসল করা যাচ্ছেনা। ফসলি জমি ভেঙ্গে পড়ছে নদীতে। বাড়ি ঘরও বিলীন হচ্ছে নদীতে। ক্ষয়-ক্ষতির ভয়াবহতা থাকলেও বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন উদ্যোগ দেখা যায়না। মাঝে মধ্যে পত্রিকায় লেখালেখি হলে লোক দেখানো অভিযান চালানো হয়। তখন কিছু টাকা জরিমানা করা হয়। কিন্তু কখনো বালু খেকোদের বিরুদ্ধে মামলা অথবা তাদের কারাদন্ডাদেশ অথবা গ্রেফতার করতে দেখা যায়নি।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত